স্বদেশ ডেস্ক:
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে পেরুকে হারিয়ে ফের জয়ের ধারায় ফিরেছে আর্জেন্টিনা। নিকোলাস গঞ্জালেজ এবং লটারো মার্টিনেজের দুই গোলে পেরুকে তাদের ঘরের মাঠেই হারায় আলবিসেলেস্তারা। এর আগে প্যারাগুয়ের সঙ্গে ড্র করেছিলেন মেসিরা।
এস্তাদিও ন্যাশনাল ডি লিমাতে এ ম্যাচটিতে জয় নিয়ে ৪ ম্যাচে ৩ জয়, ১ ড্র করে ১০ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের তালিকায় ব্রাজিলের পরেই দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা।
ম্যাচটি ১৭তম মিনিটে জিওভানি লো সেলসোর বক্সের বা প্রান্ত থেকে পাওয়া পাস থেকে পেরুর দুই ডিফেন্ডারকে কাটিয়ে তাদের জালে বল জড়ান নিকোলাস গঞ্জালেস। ২৮ মিনিটে লিওনার্দো পেরেসের থ্রো থেকে বল নিয়ে পেরুর ডি বক্সে ঢোকেন লতারো মার্টিনেজ। সামনের দিকে এগিয়ে আসা পেরুর গোলরক্ষককে কাটিয়ে গোল করেন এ স্ট্রাইকার।
ম্যাচের ৭৭ মিনিটে সুযোগ এলেও মেসি গোলের দেখা পাননি। তার আক্রমণগুলো আটকে রেখেছিল পেরু।