শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা শিক্ষিকার

লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা শিক্ষিকার

স্বদেশ ডেস্ক:

ঢাকাগামী চলন্ত লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন মুক্তা (৩০) নামের এক স্কুল শিক্ষিকা। গতকাল শনিবার রাত ১০টার দিকে সুন্দরবন-১০ লঞ্চটি তালতলী ও চরমোনাই নদী মোহনায় পৌঁছলে ওই শিক্ষিকা আকস্মিক নদীতে ঝাঁপিয়ে পড়েন। এর অন্তত এক ঘণ্টা পরে ওই নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

বরিশাল নৌবন্দর থেকে ছেড়ে যাওয়া সুন্দরবন-১০ লঞ্চে মা ও খালার সঙ্গে রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন ওই স্কুল শিক্ষিকা। সুন্দরবন-১০ লঞ্চের সুপারভাইজার হারুন অর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সুন্দরবন লঞ্চের একাধিক যাত্রী জানায়, লঞ্চের দ্বিতীয় তলায় পেছনের অংশে বাম পাশে স্থান নিয়ে মুক্তা তার মা ও খালার সঙ্গে কথা বলছিলেন। এ সময় আকস্মিক তাকে উত্তেজিত হয়ে দৌড় দিয়ে নদীতে পড়ে যেতে দেখা যায়। সঙ্গে সঙ্গে লঞ্চটি ঘুরিয়ে ঘটনাস্থলে যায় এবং নারীকে খুঁজতে শুরু করলেও তার সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে সুন্দরবন-১০ লঞ্চের সুপারভাইজার হারুন অর রশিদ জানান, রাত ১০টার দিকে নারী ঝাঁপ দেওয়ার পর অন্তত ঘণ্টাখানেক লঞ্চটি থামিয়ে তার সন্ধান করা হয়। কিন্তু সর্বশেষ ব্যর্থ হয়ে ঢাকার উদ্দেশে চলে আসতে হয়েছে। তবে এর আগে স্থানীয় জেলেদের উদ্দেশ করে মাইকিং করে নারী সন্ধানে অনুরোধ রাখা হয়। পরে রাত ১১টার দিকে খবর আসে স্কুল শিক্ষিকাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে জেলেরা।

বরিশাল সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, জেলেরা নারীকে উদ্ধারের পর স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) জুয়েলের হেফাজতে রেখেছেন এবং প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। আজ রোববার সকালে নারীকে তাদের স্বজনেরা মেম্বরের কাছ থেকে বুঝে নেবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877