বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন

বেলজিয়ামে কোরআন পোড়ানোর পরিকল্পনা, অতঃপর…

বেলজিয়ামে কোরআন পোড়ানোর পরিকল্পনা, অতঃপর…

স্বদেশ ডেস্ক:

কিছুদিন আগেই ফ্রান্সে হজরত মুহম্মদের (সা:) বিতর্কিত কার্টুন ও ইসলাম ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ নিয়ে উত্তপ্ত হয়েছিল গোটা বিশ্ব। এর জেরে এখনো শেষ হয়নি।

এর মাঝেই বেলজিয়ামে পবিত্র আল কোরআন পোড়ানোর পরিকল্পনা করে ডেনমার্কের পাঁচ নাগরিক। পরে তাদের গ্রেফতার বেলজিয়াম থেকে বহিষ্কারও করা হয়। বিষয়টি নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গেছে, সম্প্রতি ডেনমার্কের উগ্র ডানপন্থী নেতা রাসমুস পালুদানের দল স্ট্রাম কুর্সের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছিল বেলজিয়ামে বসবাসকারী ডেনমার্কের পাঁচ ব্যক্তি। বিষয়টি নিয়ে শোরগোল হওয়ার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করে বেলজিয়ামের প্রশাসন।

অভিযুক্তরা বেলজিয়ামের ব্রাসেলস জেলার মোলেনবিক এলাকায় কোরআন পোড়ানোর ষড়যন্ত্র করছে বলে জানা যায়। সেখান বসবাসকারী মরক্কোর মুসলিম সম্প্রদায়কে উত্তেজিত করে বেলজিয়ামে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে।

এরপরই ওই পাঁচ জন ডেনমার্কের নাগরিককে গ্রেফতার করে জেরা করা শুরু হয়। পরে তারা নিজেদের পরিকল্পনার কথা স্বীকার করলে অভিযুক্তদের অবিলম্বে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় প্রশাসন। বিষয়টি জানাজানি হওয়ার পর উত্তেজনা তৈরি হয়েছে।

এপ্রসঙ্গে বেলজিয়ামের এক মন্ত্রী জানান, ডেনমার্কের ওই নাগরিকরা সাম্প্রদায়িক অশান্তি বাধানোর জন্য কোরআন পোড়ানোর পরিকল্পনা নিয়ে ছিল। এর ফলে সম্প্রীতির পরিবেশ নষ্ট হত। অভিযোগ পাওয়ার পরেই তাদের গ্রেফতার করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে ফ্রান্সে কোরআন পোড়ানোর হুমকি দিয়ে গ্রেফতার হয়েছিল রাসমুস পালুদান। এর জেরে বুধবার তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।

সূত্র : সংবাদ প্রতিদিন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877