শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্বদেশ ডেস্ক:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকায় বুধবার সকালে স্থানীয় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জিল্লুর রহমান চৌধুরী কুমিল্লা সিটি করপোরেশনের গত নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান জানান, সাড়ে ৭টার দিকে জিল্লুর রহমান চৌয়ারার ফুনকা ব্রিক ফিল্ড এলাকা দিয়ে তার স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে তার ওপর হামলা চালায় এবং উপর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তার সাথে অন্যান্যদের বিরোধ ছিল।ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877