টানটান উত্তেজনার ভোটযুদ্ধ শেষে অবশেষে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। ভোটের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে হোয়াইট হাউস নিজের করে নিলেন দুবারের ভাইস প্রেসিডেন্ট ৭৭ বছর বয়সী এই প্রবীণ ডেমোক্র্যাট।
স্বদেশ সংবাদ’র পক্ষ থেকে জো বাইডেনকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া কমলা হ্যারিসকেও অভিনন্দন।
বাইডেনের এ জয় যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়েছে। সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ইতিহাস তার দখলেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট অর্জন করার ইতিহাসও সৃষ্টি করেছেন বাইডেন।
বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে উল্লাসে ফেটে পড়েছে পুরো যুক্তরাষ্ট্র। বিশ্ববাসীর অভিনন্দনের জোয়ারেও ভাসছেন তিনি।
স্বদেশ সংবাদ’র প্রত্যাশা বাইডেনের হাত ধরে মার্কিন গণতন্ত্র আরো বিকশিত হবে, আরো এগিয়ে যাবে। প্রায় আড়াই শ বছরের পথচলায় বিশ্ববাসীর কাছে সমীহ, সম্মান ও অভিভাবকের আসন অর্জন করেছে আমেরিকা। সম-অধিকার, মানবাধিকার, সাম্য ও শান্তির দেশে পরিণত হয়েছে। অভিবাসী সমাজ, ধর্ম-বর্ণ ভেদে সব সম্প্রদায়ের মানুষের ভরসার আশ্রয় হিসেবে সমাদৃত আমেরিকা।
এবারের নির্বাচনে আমেরিকানরা যে লক্ষ্য নিয়ে বাইডেনকে বিজয়ী করেছেন, তার সুযোগ্য নেতৃত্বে তাদের সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে বলে স্বদেশ সংবাদ’র প্রত্যাশা।