স্বদেশ ডেস্ক:
বিশ্বের অন্যতম ক্ষমাধর প্রেসিডেন্ট নির্বাচনে মৃত ব্যক্তিরাও ভোট দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু সময় পর এ অভিযোগ ওঠে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়ক পোস্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য দেয়। গণমাধ্যমটি জানায়, আগাম ভোটে মেইলের ব্যবহার রাখা হয়েছিল। অবাক করার মতো ব্যাপার হচ্ছে- মেইলে মৃত মানুষের ভোটও পেয়েছে নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ড।
নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ড জানিয়েছে, স্ট্যাটেন আইল্যান্ড কাউন্টি থেকে ২০১২ সালে মারা যাওয়া এক ব্যক্তির ভোট পেয়েছে তারা। ফ্রান্সিস রেকশ নামে ওই ব্যক্তি ১৯১৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন রেজিস্টার্ড ডেমোক্র্যাট ছিলেন। ৬ অক্টোবর মেইলের মাধ্যমে তার ভোট আসে। ইলেকশন বোর্ড ৮ অক্টোবর সেই ভোট বৈধ হিসেবে নিবন্ধনও করে।
২০১৬ সালের ৪ জুলাই মৃত্যু হয় গেরট্রুড নিজারে নামে এক ভোটারের। অথচ গত ৯ অক্টোবর ভোট দিয়েছেন তিনি। ইলেকশন বোর্ড তার ভোট বৈধ হিসেবে নিবন্ধন করে ২৫ অক্টোবর।
এমন বেশ কয়েকটি ভোট পড়ায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ডের উপর। ফলে চাপে রয়েছে ভোট গ্রহণের সংস্থাটি। এক টুইট পোস্টের মাধ্যমে এনওয়াইসি ইলেকশন বোর্ড বলেছে, এ ঘটনায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। তদন্তের জন্য এসব ভোটারের সব তথ্য পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
ভোট দেওয়ার সময় ভুলবশত আগে বা পরে থাকা মৃত ব্যক্তিদের নামের ঘরে স্বাক্ষর করায় এমন ঘটনা ঘটে থাকতে পারে বলেও মন্তব্য করেছে এনওয়াইসি ইলেকশন বোর্ড।
এদিকে হোয়াইট হাউসের ক্ষমতা পাওয়ার লড়াই জমে উঠেছে। গতকাল অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন এখন ফলের অপেক্ষায় সময় গুনছেন। বেশ কিছু ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফল হাতে এসেছে। এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন।
নিউইয়র্ক টাইমের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৩১ ইলেকটোরাল ভোট তুলে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কানেকটিকাট, ডেলাওয়্যার, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, ভারমন্ট, ভার্জিনিয়া, ইলিনয়, নিউ মেক্সিকো ও কলোরাডো অঙ্গরাজ্যে এগিয়ে আছেন তিনি।
অন্যদিকে, ৯৮ ইলেক্টোরাল ভোট পকেটে পুরেছেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার এগিয়ে থাকা রাজ্যগুলোর মধ্যে আছে- আলাবামা, আরকানসাস, কেন্টাকি, মিসিসিপি, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, ইন্ডিয়ানা, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওয়াইয়োমিং, ক্যানসাস, নেব্রাস্কা ও ওয়েস্ট ভার্জিনিয়া।
গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকলেও জনগণের ভোটে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন পর্যন্ত ভোট পেয়েছেন ২ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৫৭২টি ভোট। এদিকে, বাইডেনকে ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৬৫৯ জন ভোটার।