স্বদেশ ডেক্স: সাভারে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় পৌর আওয়ামী লীগের সদস্য মোহসিন বাবুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে ব্যাংকটাউন বটতলা এলাকা থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, কয়েকদিন আগে মোহসিন বাবুসহ তিন যুবক ডিবি পুলিশ পরিচয়ে ব্যাংকটাউন বটতলা এলাকার ফার্মেসি ব্যবসায়ী রাজিবুল রহমানের কাছ থেকে ২৫ হাজার টাকা চাঁদা আদায় করেন।পরে গতকাল গভীর রাতে মোহসিন বাবুসহ পাঁচ যুবক আবারও ওই ফার্মাসিতে গিয়ে ৭০ হাজার টাকা দাবি করেন। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে মোহসিন বাবুসহ তিনজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে।
আটক আরও দুই ব্যক্তি হলেন-মঞ্জু রহমান ও খোকন। পুলিশ আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছে।
এলাকাবাসীর অভিযোগ, আটক তিন যুবক বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।