বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

স্বদেশ ডেক্স: ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। বার্মিংহামে টস জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় খেলাটি শুরু হয়।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নামছে টাইগাররা। মেহেদী হাসানের পরিবর্তে রুবেল হোসেন ও মাহমুদউল্লাহর পরিবর্তে একাদশে এসেছেন সাব্বির রহমান।

ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে পায়ের মাংস পেশিতে চোটের কারণে (কাফ ইনজুরি) ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে সংশয় ছিল। আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য হলো। তার পরিবর্তে একাদশে এসেছেন সাব্বির রহমান।

এ ছাড়া মেহেদী হাসানের পরিবর্তে একাদশে এসেছেন ফাস্ট বোলার রুবেল হোসেন। রুবেল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে নামছেন। ভারতও একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে। একাদশে এসেছেন ভুবেনশ্বর কুমার ও দীনেশ কার্তিক। বাদ পড়েছেন কুলদীপ যাদব ও কেদার যাদব।

বাংলাদেশ একাদশ :

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ :

বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রিশাব পান্ত, মহেন্দ্র সিং ধোনি, যুজবেন্দ্র চেহেল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ