শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নামছে পারদ, কড়া নাড়ছে শীত

নামছে পারদ, কড়া নাড়ছে শীত

স্বদেশ ডেস্ক: ইট-পাথরের দেয়াল ভেদ করে শীত আসতে দেরি হলেও হেমন্তের এ সময়ে গ্রামীণ জনপদে বইছে উত্তরের হাওয়া। শীতের এ আগমনী বার্তায় দেশের অধিকাংশ স্থানেই সকাল-বিকাল পড়ছে হালকা কুয়াশা। সপ্তাহ দুয়েকের মধ্যেই পুরোদমে শীত নামবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে লঘুচাপের কারণে আগামী শনিবার থেকে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ কেটে যাওয়ার পর গত কয়েকদিন ধরে ভোরবেলা হালকা কুয়াশা পড়লেও তাপমাত্রার পারদ

কিন্তু স্বাভাবিক। গতকাল রাজধানীতে তাপমাত্রা ছিল গড়ে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা গত বছরে এ সময়ে ২৩ ডিগ্রি ছিল। এ ছাড়া চলতি মাসে তাপমাত্রা গিয়ে উঠেছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। সেই সঙ্গে বৃষ্টিপাতও বেশি হওয়ায় দেশের বিভিন্ন স্থানে অকাল বন্যাও দেখা দেয়। আর সমুদ্রের উপকূলভাগে ও নদীর অবহাবিকায় অপেক্ষাকৃত শীতল পানি উষ্ণতর বায়ুর সংস্পর্শে এসে সৃষ্টি হচ্ছে কুয়াশা।

আবহাওয়াবিদ আবদুর রহমান আমাদের সময়কে বলেন, ‘ভোরে কুয়াশা দেখা দিলেও এখন তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। তবে ধীরে ধীরে তা হ্রাস পাচ্ছে। আগামী মাসের মাঝামাঝি সময়েই তাপমাত্রা কমে শীত অনুভূত হবে।’

এদিকে সমুদ্রে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামী শনিবার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরতে পারে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পরপরই শুরু হতে পারে এ বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা গড়ে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877