বুধবার, ১৫ মে ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন

ট্রাম্প সত্যিকারের যোদ্ধা: মেলানিয়া

ট্রাম্প সত্যিকারের যোদ্ধা: মেলানিয়া

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাস থেকে সেরে উঠে স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের পক্ষে ভোট চেয়ে তার ভূয়সী প্রশংসা করেন।

স্থানীয় সময় মঙ্গলবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে মেলানিয়া বলেন, ডোনাল্ড ট্রাম্প সত্যিকারের লড়াকু। তিনি আমেরিকাকে ভালোবাসেন। প্রতিটা দিন লড়াই করে যাচ্ছেন তিনি। এ বছর ট্রাম্পের জন্য এই প্রথম এককভাবে কোনো নির্বাচনী প্রচারে যোগ দিলেন মেলানিয়া। খবর এনডিটিভির।

গত সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে নির্বাচনী প্রচারে নামার কথা ছিল মেলানিয়ার। কিন্তু করোনামুক্ত হওয়ার পরও কাশি থেকে যাওয়ায় তখন মেলানিয়ার প্রচার কর্মসূচি বাতিল হয়। মেলানিয়া করোনা আক্রান্ত ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

গত মাসে করোনা আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ও তাদের সন্তান ব্যারন। ট্রাম্প দ্রুত সেরে উঠলেও মেলানিয়া ও ব্যারনের সেরে উঠতে সময় লাগে।

করোনার সময় ট্রাম্পের পরিবারের প্রতি যারা সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি পেনসিলভানিয়ার জনসভায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ফার্স্টলেডি। বলেন, আমাদের পরিবারে করোনা শনাক্ত হওয়ার পর আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, সমর্থন জুগিয়েছেন এবং তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি।

যুক্তরাষ্ট্রে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান মেলানিয়া। করোনায় মারা যাওয়া সোয়া দুই লাখ ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মেলানিয়া বলেন, আমেরিকান চেতনা প্রাণঘাতী করোনভাইরাসের চেয়ে শক্তিশালী।

‘আমি জানি এই অদৃশ্য ভাইরাসে বহু মানুষের মৃত্যু হয়েছে। বহু পরিবার প্রিয়জন হারিয়ে অপূরণীয় ক্ষতির স্বীকার হয়েছে। আমার পরিবার ওই সব পরিবারের প্রতি সহানুভূতিশীল। প্রেসিডেন্ট ট্রাম্প এ মহামারী থেকে উত্তরণের অঙ্গীকার করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877