মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কাল ঢাকায় আসছেন ডোনাল্ড লু, যা বলছে প্রধান দুই দল ঢাকা মহানগর পুলিশের এক সহকারী কমিশনার বদলি বিএসএফের পোশাকে সীমান্তে মাদকের কারবার করতেন রেন্টু কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ ভারতে চতুর্থ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও কাশ্মিরে কেমন ভোট হলো বিভাজন থেকে বেরিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত : মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখা বেআইনি : হাইকোর্ট আমার পুরো ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল : মনোজ মানবদেহে প্রথম ব্রেইনচিপ ইমপ্লান্টে ধাক্কা খেলো নিউরালিংক ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভে অংশ নেয়ায় যুক্তরাষ্ট্রে ৫০ অধ্যাপক গ্রেপ্তার
মুসলিম বিশ্বের সঙ্গে ফ্রান্সের বাণিজ্য কেমন?

মুসলিম বিশ্বের সঙ্গে ফ্রান্সের বাণিজ্য কেমন?

স্বদেশ ডেস্ক:

মুসলিম বিশ্বের নানা দেশে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়া হয়েছে৷ এসব দেশের সঙ্গে ফ্রান্সের বাণিজ্যের বিস্তারিত তথ্য থাকছে।

কৃষিপণ্য
বিশ্বের কৃষিপণ্যের অন্যতম শীর্ষস্থানীয় রপ্তানিকারক ফ্রান্স৷ ফ্রান্সের মোট রপ্তানির তিন শতাংশ যায় মধ্যপ্রাচ্যে৷ ফরাসি কৃষিপণ্যের দশম সবচেয়ে বড় আমদানিকারক আলজেরিয়া৷ আর মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর কার্টুন প্রকাশের নিন্দা জানানো মরক্কো ১৭ তম সবচেয়ে বড় আমদানিকারক৷ বর্তমান পরিস্থিতি সামাল দিতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রেড বিভাগে একটি ক্রাইসিস সেন্টার খোলা হয়েছে৷

সুপারমার্কেট
সৌদি আরবের সামাজিক মাধ্যমে ফরাসি সুপারমার্কেট চেন কারফুয়র বয়কটের ডাক দেয়া হয়েছে৷ বিভিন্ন সহযোগী কোম্পানির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি চুক্তির মাধ্যমে পাকিস্তান, লেবানন, বাহরাইন, মরক্কোসহ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় কার্যক্রম পরিচালনা করে কারফুয়র৷

জ্বালানি
বাংলাদেশ, পাকিস্তান ও তুরস্কে মূলত পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রি করেন ফরাসি এনার্জি জায়ান্ট টোটাল৷ সৌদি আরবসহ কয়েকটি গালফ রাষ্ট্রে এক্সপ্লোরেশন ও প্রোডাকশনে টোটালের বিনিয়োগ আছে৷

ফ্যাশন ও লাক্সারি পণ্য
রোববার কুয়েত সিটির এক দোকান থেকে ফরাসি ল’রেয়াল ব্র্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য সরিয়ে ফেলতে দেখেছেন রয়টার্সের এক প্রতিবেদক৷ ঐ দোকানসহ প্রায় ৭০টি দোকানের সমিতি ফরাসি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে৷

সৌদি আরব, দুবাইসহ মধ্যপ্রাচ্যে লুই ভুইতঁ ও শ্যানেলের দোকান রয়েছে৷ অবশ্য যুক্তরাষ্ট্র, এশিয়া কিংবা ইউরোপের তুলনায় মধ্যপ্রাচ্যে ফরাসি ফ্যাশন ব্র্যান্ডগুলোর বাজার ছোট৷

প্রতিরক্ষা ও এয়ারস্পেস
বিশ্বের অন্যতম অস্ত্র রপ্তানিকারক ফ্রান্স৷ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও কাতারসহ মুসলিম অধ্যুষিত কয়েকটি দেশে অস্ত্র, অ্যারোনটিক্স প্রযুক্তি ও গণপরিবহন সিস্টেমস বিক্রি করে ফরাসি কোম্পানি থালেস৷ এদিকে, ডাসু কোম্পানির কাছ থেকে রাফাল মিলিটারি জেট কেনার অর্ডার দিয়েছে মিসর ও কাতার৷ এছাড়া ঐ অঞ্চলকে নিজেদের তৈরি প্রাইভেট জেটের একটি বড় বাজার মনে করে ডাসু৷

গাড়ি
ফ্রান্সের গাড়িনির্মাতা রেনো-র অষ্টম সবচেয়ে বড় বাজার তুরস্ক৷ চলতি বছরের প্রথম ছয় মাসে তুরস্কে ৪৯ হাজার ১৩১টি গাড়ি বিক্রি করেছে রেনো৷ এছাড়া তুরস্ক ফরাসি গাড়ি সিত্রোয়েন ও প্যুজোর বিক্রিও সাম্প্রতিক সময়ে বেড়েছে৷

সূত্র : ডয়চে ভেলে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877