সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতের সাথে বিরোধে কানাডার মিত্ররা কেন ট্রুডোর পাশে দাঁড়াচ্ছে না? গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে : রিজভী নারায়ণগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের ‘কিছু করার নেই’ : আইনমন্ত্রী আপনার রাশিফল: সোমবার (২৫ সেপ্টেম্বর ২০২৩) যেসব অভ্যাসই বদলে দেবে আপনার জীবন! দুই বছরেরও কম সময়ে দ্বিতীয়বার বাংলাদেশের জন্য নতুন মার্কিন স্যাংশন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ যেকোনো মূল্যে ন্যায্য দামে এলপিজি ব্যবহার নিশ্চিত করতে হবে রাবির ভিসি, প্রো-ভিসিদের নিয়োগ দেওয়াটা শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত: ছাত্রলীগ নেত্রী
রাজশাহীতে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা..!

রাজশাহীতে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা..!

স্বদেশ ডেস্ক: রাজশাহীতে নিজ শয়নকক্ষে কুপিয়ে হত্যা করা হয়েছে কারিমা বেগম (৪২) নামে এক নারীকে। গত ৩০ জুন গভীর রাতে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের লেপপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কারিমা বেগম ওই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে খায়রুল ইসলাম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার আবুল কাশেম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দীন আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের ছেলে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, প্রতিদিনের মতই রাতেও কারিমা বেগম ঘরে এবং ছেলে খায়রুল বারান্দায় ঘুমিয়েছিলেন। রাত ২টার দিকে কে বা কারা কারিমা বেগমকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। টের পেয়ে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, স্বামী চলে যাওয়ার পর ছেলেদের নিয়ে একলা জীবনযাপন করতেন কারিনা বেগম। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাতেন। বড় ছেলেও অন্যের বাড়িতে কাজ করেন। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। তার জানামতে, এলাকায় কারো সঙ্গে পরিবারটির কোনো বিরোধ ছিল না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877