সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

করোনায় শনাক্ত ৪ লাখ ছাড়াল

করোনায় শনাক্ত ৪ লাখ ছাড়াল

স্বদেশ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে।  গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৪৩৬ জনসহ দেশে এ পর্যন্ত সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ২৫১ জনে।  আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন।  এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৮১৮ জন।  গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।  এ সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৪৯৩ জন। দেশে মোট সুস্থতার পরিমাণ তিন লাখ ১৬ হাজার ৬০০ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রাদুর্ভাব ঘটে কোভিড-১৯ মহামারির। এরপর এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।  বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ।  ভাইরাসে সংক্রমিতের সংখ্যা সাড়ে তিন লাখ পেরিয়ে যায় গত ২১ সেপ্টেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১০ অক্টোবর তা সাড়ে পাঁচ হাজারে দাঁড়ায়। এর মধ্যে ৩০ জুন একদিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।  যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গতকাল মারা যাওয়াদের মধ্যে ৯ জন পুরুষ, ৬ জন নারী।  জনস্বাস্থ্যবিদরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে। তারা বলছেন, টিকা আসার আগ পর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা।

এদিকে বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যার বিচারে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশ এখন বিশ্বে অষ্টাদশ স্থানে আছে।  আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে।  বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা পৌঁছেছে সাড়ে ১১ লাখ ৫৪ হাজারের ঘরে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877