মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

তৈয়বুর রহমান টনি আর নেই! যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। ২৫ অক্টোবর ঢাকায় তার নিজ বাসভবনে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ খবর জানিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনী সংস্থা অনন্যার স্বত্বাধিকারী ও তৈয়বুর রহমান টনির বন্ধু মনিরুল হক। তৈয়বুর রহমান টনির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আযাদ। এক বিবৃতিতে তিনি তৈয়বুর রহমান টনির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।তৈয়বুর রহমান টনির মৃত্যুতে শোক জানিয়েছে খবর ডট কম অ্যাসোসিয়েট সম্পাদক মশিউর রহমান। উল্লেখ্য তৈয়বুর রহমান টনি খবর ডট কম এর নিউ ইয়র্ক প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন কাজ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ