বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

ট্রাম্পের সঙ্গে দেখা করতে ১৬ তলায় রশিতে ঝুলছেন তরুণ

ট্রাম্পের সঙ্গে দেখা করতে ১৬ তলায় রশিতে ঝুলছেন তরুণ

স্বদেশ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করার জন্য দেশটির শিকাগোতে অবস্থিত ট্রাম্প টাওয়ারের ১৬তলা থেকে রশিতে ঝুলছেন ২০ বছর বয়সী এক তরুণ। তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করে কিছু কথা বলতে চান। তাকে এ সুযোগ করে না দেওয়া হলে রশি কেটে ফেলবেন বলে জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, গতকাল রোববার বিকেলে ইলিনয় রাজ্যের শিকোগোর মার্কিন প্রেসিডেন্টের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের ১৬তলায় এক ব্যক্তিকে ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে যায়।

রশিতে ঝুলতে থাকা ওই তরুণ ভিডিও বার্তায় বলেছেন, ‘হ্যালো, আমি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের একজন সদস্য। নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাই। আমি মারা যেতে চাই না। যদি কেউ রশিতে টান দেয়, তাহলে আমি লাফ দিয়ে আত্মহত্যা করব।’ ওই তরুণের কথায় পূর্ব ইউরোপের ছাপ রয়েছে।

শিকাগো পুলিশ বিভাগের (সিপিডি) পক্ষ থেকে বলা হয়েছে, তারাসহ শিকাগো অগ্নি বিভাগ (সিএফডি), সোয়াতসহ বিভিন্ন সংস্থার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই তরুণকে বোঝানোর চেষ্টা করছেন যাতে তিনি আত্মহত্যা না করেন। আপাতত ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877