রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

দেশে করোনায় পৌনে ৫ মাসে সর্বনিম্ন মৃত্যু

দেশে করোনায় পৌনে ৫ মাসে সর্বনিম্ন মৃত্যু

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৪ জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ২৭৪ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন। আরও ১৪ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৬০ জন হয়েছে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877