শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

বিপুল জয়ে দ্বিতীয় মেয়াদে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আরডার্ন

বিপুল জয়ে দ্বিতীয় মেয়াদে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আরডার্ন

স্বদেশ ডেস্ক:

বিপুল সফলতায় দ্বিতীয় মেয়াদে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন জেসিন্ডা আরডার্ন। করোনাভাইরাস মোকাবিলায় সফলতা তাকে এনে দিয়েছে নির্বাচনী এ সফলতা ।

নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে আরডার্নের মধ্যম বামপন্থী লেবার পার্টি পেয়েছে ৪৮.৯ শতাংশ ভোট। ১৯৯৬ সালের পর থেকে বর্তমান রাজনৈতিক সিস্টেমে আর কোনো দল এত বিপুল পরিমাণ জনসমর্থন পায়নি।

প্রধান বিরোধী দল মধ্য ডানপন্থী ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭ শতাংশ ভোট। ২০০২ সালের পর এটি দলটির সবচেয়ে খারাপ ফলাফল। গত নির্বাচন থেকে তারা পেয়েছে ৪৪ শতাংশ কম ভোট।

স্থানীয় সময় শনিবার রাতে জয় পাওয়ার পর এক ভাষণে আরডার্ন বলেন, ‘আজ রাতে গত ৫০ বছরের মধ্যে লেবার পার্টিকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে নিউজিল্যান্ডবাসী।’

এ সময় তিনি বলেন, ‘আমি আপনাদের এটা নিশ্চিত করতে চাই যে, আমরা এমন একটি দল হব যারা প্রত্যেক নিউজিল্যান্ডবাসীর জন্য সরকার হবে।’

উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক সিস্টেমে কোয়ালিশন একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ একক কোনো দল কখনো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না।

ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কোলিনস পরাজয় মেনে নিয়ে আরডার্নকে শুভেচ্ছা জানিয়েছেন।

তবে ফলাফল এখনো গণনা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877