মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

ফ্রান্সে কারফিউ জারি

ফ্রান্সে কারফিউ জারি

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ শনিবার থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস ও পাশ্ববর্তী এলাকাসহ আটটি বড় শহরে কারফিউ জারি করা হয়েছে। প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৪ সপ্তাহের জন্য এই কারফিউ জারি থাকবে। পরবর্তী সময়ে আরও ২ সপ্তাহ বাড়ানো হবে।

কারফিউ চলাকালীন বিশেষ কারণ ছাড়া রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রথম দফায় কেউ তা ভঙ্গ করলে গুণতে হবে ১৩৫ ইউরো জরিমানা, দ্বিতীয় দফায় দেড় হাজার ইউরো এবং একাধিকবার আইন ভঙ্গ করলে ৬ মাসের জেল, সেইসঙ্গে ৩ হাজার ৭শ’ ৫০ ইউরো জরিমানা গুণতে হবে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গ্যারাল্ড ডারমেনিন বলেন, কারফিউ চলাকালীন অবস্থায় সংশ্লিষ্ট শহরগুলোতে ১২ হাজার পুলিশ ও দাঙ্গা পুলিশ কাজ করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877