রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

অর্জন দেখেই সরকার আমাকে আবার নিয়োগ দিয়েছে : তাকসিম

অর্জন দেখেই সরকার আমাকে আবার নিয়োগ দিয়েছে : তাকসিম

স্বদেশ ডেস্ক:

ঢাকা ওয়াসার অর্জন দেখেই সরকার তাকে আবার নিয়োগ দিয়েছে বলে দাবি করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। গত ১০ বছরে নিজেদের সাফল্য তুলে ধরতে আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা ওয়াসা। এ সময় এ মন্তব্য করেন তাকসিম এ খান।

মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার গত ১০ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরেন তাকসিম এ খান। ঢাকা ওয়াসার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ঢাকা ওয়াসার এমডি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাকসিম এ খান বলেন, ‘গত দশ বছরে ওয়াসার অনেক সাফল্য আছে, অর্জন হয়েছে। সরকারও অর্জন চায়, সাফল্য চায়। এ কারণেই আমাকে আবার নিয়োগ দেওয়া হয়েছে। সাফল্য হয়েছে এবং সরকার সেটাই চাচ্ছে।’

তিনি বলেন, ‘ঢাকা ওয়াসার নেওয়া ‘‘দাঁড়াও কর্মসূচি’’র পাঁচটি চ্যালেঞ্জের একটি হচ্ছে স্বার্থান্বেষী মহল। ওয়াসার কর্মকাণ্ডের মাধ্যমে ‘‘অনৈতিক, অবৈধ, দুর্নীতি বা স্বজনপ্রীতি’’ যারা করতে পারছে না, তারাই এসব সমালোচনা করছে। আমাদের পাঁচটা চ্যালেঞ্জর মধ্যে পঞ্চমটা হচ্ছে ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ। সব জায়গায় এ ধরনের একটা গ্রুপ থাকতে পারে, যেটা আমাদের ভেতরেও আছে, বাইরেও আছে। সরকারের মধ্যে আছে, সরকারের বাইরে আছে। যাদের স্বার্থে আঘাত পড়ে তারাই এই সমালোচনা করে। তারা একটা সঙ্ঘবদ্ধভাবে প্রচারণাও চালায়।’

ঢাকা ওয়াসার এমডি দাবি করেন, ‘ওয়াসার গত দশ বছরের কর্মকাণ্ডে অস্বচ্ছতা নেই। ওয়াসায় সুশাসন ফিরেছে। এটা হতে গিয়ে অনেকের স্বার্থে লেগেছে, অসুবিধা হয়েছে। আপনি যখন সুশাসন কায়েম করেন তখন যারা সুশাসন চায় না, সে কী করবে? আপনি যখন দুর্নীতিবিরোধী কাজ করেন, তখন যে দুর্নীতি করে সে কী করবে? তার পথ হলো প্রচার চালানো আর আমাকে সরিয়ে দেওয়া যায় তাহলে তো ভালো। আমি যদি না থাকি তাহলে ওই গোষ্ঠী, যারা আগে অনৈতিক কাজটা করতে পারত, তারা আবারও একই কাজ করতে পারবে।’

তাকসিম এ খানকে ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।পরে পাঁচ দফা তার মেয়াদ বাড়ানো হয়। নানা সমালোচনার মুখেও সম্প্রতি তাকে আরও তিন বছরের জন্য নিয়োগ দেয় সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877