স্বদেশ ডেস্ক:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় নিহত শাহিনুরের ছোট ভাই রায়হানুলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আজ শুক্রবার বিকেলে আদালতে পাঠায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে বৃহস্পতিবার রায়হানুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তাকে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, ‘চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলাটির তদন্তভার সিআইডির হাতে গেলেও তাদেরকে তদন্তে সহযোগিতা করতে থানা পুলিশ কাজ করছে। তবে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ‘মামলা সিআইডিতে। আমাদের কাছে কোনো তথ্য নেই।’
সাতক্ষীরা সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ‘শুক্রবার সিআইডি কলারোয়ার ফোর মার্ডার মামলার দায়িত্ব নেওয়ার পর তদন্ত শুরু হয়েছে। সন্দিগ্ধ আসামি হিসেবে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা যাবে না।’
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার ভোরে কলারোয়ার হেলাতলা ইউপির খলিসা গ্রামের মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর ও তার স্ত্রী এবং দুই শিশু সন্তানকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের ৬ মাস বয়সী শিশু কন্যা মারিয়া। শিশুটি বর্তমানে উপজেলার হেলাতলা ইউপির সংরক্ষিত আসনের সদস্য নাসিমা খাতুনের কাছে রয়েছে।