স্বদেশ ডেক্স: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ তিন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহড়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাছ ব্যবসায়ী নেত্রকোনা জেলার মহনগঞ্জ থানার প্রশন্নপুর গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে আবু তাহের (৪৫), একই থানা এলাকার পিকআপ ড্রাইভার মৃত আলতু মিয়ার ছেলে তাইজ উদ্দিন (৩০) ও হেলপার আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে বাবলু মিয়া (২২)।
ভালুকা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে মেহড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকের পেছনে মাছ বোঝাই একটি মিনি ট্রাক ধাক্কা খায়। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মাছ ব্যবসায়ী এবং পিকআপের ড্রাইভার ও হেলপার মারা যান।