শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২১

তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২১

স্বদেশ ডেস্ক:

তিউনিসিয়ার উপকূলে অভিবাসী প্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবিতে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এর আগে নৌকাডুবির ঘটনায় আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া সাতজনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।

সফ্যাক্স আদালতের মুখপাত্র মুরাদ তুর্কি জানান, ওই নৌকাডুবির ঘটনায় এখনো চার বা পাঁচজন নিখোঁজ রয়েছে। এদের কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

সবশেষ উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে তিনজন শিশু; এর মধ্যে একজনের বয়স ছয় মাসেরও কম। নারী রয়েছেন- সাতজন, তাদের বয়স ২০ থেকে ৩০ এর ঘরে। এ ছাড়া রয়েছেন তিউনিসিয়ার দুজন পুরুষ।

তুর্কি বলেছেন, “অধিকাংশ যাত্রীই একে-অপরের পরিচিত ছিল। এর মধ্যে কয়েকজন তিউনিসিয়ায় কয়েক মাস ধরে কাজ করছিলেন।”

এদিকে, তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা শনিবার রাত ও রোববার সকালের মধ্যে অভিযান চালিয়ে ভূ-মধ্যসাগর পাড়ি দেওয়া থেকে ৩২টি দলকে ঠেকিয়েছে। এসব ঘটনায় জড়িত ২৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877