স্বদেশ ডেস্ক:
তিউনিসিয়ার উপকূলে অভিবাসী প্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবিতে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এর আগে নৌকাডুবির ঘটনায় আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া সাতজনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।
সফ্যাক্স আদালতের মুখপাত্র মুরাদ তুর্কি জানান, ওই নৌকাডুবির ঘটনায় এখনো চার বা পাঁচজন নিখোঁজ রয়েছে। এদের কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
তুর্কি বলেছেন, “অধিকাংশ যাত্রীই একে-অপরের পরিচিত ছিল। এর মধ্যে কয়েকজন তিউনিসিয়ায় কয়েক মাস ধরে কাজ করছিলেন।”
এদিকে, তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা শনিবার রাত ও রোববার সকালের মধ্যে অভিযান চালিয়ে ভূ-মধ্যসাগর পাড়ি দেওয়া থেকে ৩২টি দলকে ঠেকিয়েছে। এসব ঘটনায় জড়িত ২৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।