বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

গ্যাসের দাম বাড়ানোয় সংকট আরও বেড়েছে : ফখরুল

গ্যাসের দাম বাড়ানোয় সংকট আরও বেড়েছে : ফখরুল

স্বদেশ ডেক্স: সরকার গ্যাসের দাম বাড়িয়ে জনগণের সংকট আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাজেটের মধ্য দিয়ে একদিকে জনগণের সম্পদ লুট হচ্ছে, অন্যদিকে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে দুর্বৃত্তদের পকেট ভারী করার জন্য।

আজ সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর মানববন্ধনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‌‘এটা বাড়ানো হয়েছে শুধুমাত্র তাদের, যারা ব্যবসায়ী এলএনজি গ্যাস আমদানি করছে তাদের জন্যই। তাদের পকেট ভারী করার জন্যই। ওই দুর্বৃত্তদের পকেট ভরানোর জন্য তারা একটা করেছে।’

বর্তমান সরকারকে লুটতরাজের সরকার বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। দেশে খুন, ধর্ষণের মতো ঘটনা একের পর এক ঘটছে।

তিনি আরও বলেন, ‘সরকার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে ভয়াবহ সংকট সৃষ্টি করেছে। এই সংকট নিরসনের একমাত্র পথ হচ্ছে বেগম জিয়ার মুক্তি। তাকে মুক্তি দিলেই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য ভবিষ্যৎ স্বপ্ন দেখতে পারি।’

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাকে কুক্ষিগত, চিরস্থায়ী ও একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে ও অনৈতিকভাবে প্রায় ১৬ মাস কারাগারে অন্তরীণ করে রেখেছে। আর বেগম জিয়াকে আটক করে রাখা মানে গণতন্ত্র ও মানুষের অধিকারকে আটক করে রাখা।’

এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল বাতিল করে আবারও নতুন নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

আয়োজক সংগঠনের সহ সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি নেতা শওকত মাহমুদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শামীমুর রহমান শামীম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গণি চৌধুরী প্রমুখ বক্তব্যে রাখেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877