শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

প্রথম ধাপে ৫০ হাজার মুসল্লীর পবিত্র উমরাহ পালন

প্রথম ধাপে ৫০ হাজার মুসল্লীর পবিত্র উমরাহ পালন

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে পবিত্র উমরাহ চালুর অনুমতি দেয় সৌদি সরকার। উমরাহ চালুর প্রথম নয় দিনে ৫০ হাজারের বেশি মানুষ পবিত্র উমরাহ সম্পন্ন করেছেন। আজ সোমবার দুপুর পর্যন্ত এ সংখ্যক মানুষ উমরাহ পালন করেছেন বলে জানিয়েছে হারামাইন সূত্র। দিনশেষে এ সংখ্যা ৫৪ হাজারে পৌঁছবে বলে জানায় ওই সূত্র।

তবে এখনো মসজিদে হারাম পুরোপুরি স্বাভাবিক হয়নি। আগামী রোববার  থেকে মসজিদে হারাম নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ওই দিন থেকে দৈনিক ১৫ হাজার মানুষ উমরাহ পালনের সুযোগ পাবেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে পবিত্র উমরাহ’র কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি আরব সরকার। মহামারির কারণে এবার মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজ ও সীমিত আকারে পালিত হয়েছে। করোনার প্রকোপ কমে আসায় গত ৪ অক্টোবর সকাল থেকে উমরাহ পালনকারীদের জন্য মসজিদে হারাম খুলে দেওয়া হয়। ওই দিন থেকে দৈনিক ছয় হাজার মুসল্লি উমরাহ পালন করছেন।

গত ২২ সেপ্টেম্বর পুনরায় উমরাহ শুরুর ঘোষণার সময় সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন বলেন, ‘প্রথম পর্যায়ে খুবই সতর্কতার সঙ্গে এবং সুনির্দিষ্ট সময়ের ভেতরে উমরাহ পালন করা হবে। উমরাহ পালনকারীদের কয়েকটি গ্রুপে বিভক্ত করা হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে উমরাহ পালনকারীদের পবিত্র কাবা তাওয়াফ করতে হবে। আপাতত কাবা শরিফ স্পর্শ ও হাজরে আসওয়াদে চুমো খাওয়া থেকে বিরত থাকতে হবে।’

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে উমরাহ যাত্রীদের কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হচ্ছে। মসজিদে হারামের প্রবেশ পথ এবং ভেতরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে থার্মাল ক্যামেরা। যাতে নিয়মিত তাপমাত্রা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। এসব নিয়ম মেনেই উমরাহ পালনকারীরা উমরাহ সম্পন্ন করছেন।

এমনিতে বছরের যেকোনো সময় মুসল্লিরা উমরাহ করতে মক্কা ও মদিনায় যেতে পারেন। ২০১৯ সালে সব মিলিয়ে ১ কোটি ৯০ লাখ মানুষ উমরাহ পালন করেছেন। প্রতি বছর বিভিন্ন দেশের ২০ লাখের বেশি হজ করার সুযোগ পেলেও এবার সৌদি আরবে বসবাসরত মাত্র কয়েক হাজার মুসল্লি সে সুযোগ পেয়েছেন।

পবিত্র উমরাহ’র কার্যক্রমকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সৌদি সরকার বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরতরা উমরাহ পালনের সুযোগ পেয়েছেন ৪ অক্টোবর থেকে। এক দিনে ছয় হাজার মুসল্লি আলাদা আলাদা ছয়টি সময়ে স্বাস্থ্যবিধি মেনে উমরাহ পালন করছেন।

দ্বিতীয় ধাপ ১৮ অক্টোবর থেকে শুরু হবে। এসময়ে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার মুসল্লি উমরাহ’র জন্য মসজিদে হারামে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এইদিন থেকেম সজিদে হারামে ৪০ হাজার মুসল্লি নামাজ আদায়েরও সুযোগ পাবেন।

তৃতীয় ধাপ ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বিদেশ থেকে আসা উমরা যাত্রীদের মক্কার মসজিদে হারামে ঢুকতে দেওয়া হবে। তখন প্রতিদিন ২০ হাজার মানুষ উমরাহ পালন এবং ৬০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।

চতুর্থ ধাপে করোনা মহামারি দূর হওয়ার পর মসজিদে হারাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877