বুধবার, ২২ মে ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পর্যটক সামলাতে দেয়াল তুলছে জাপান ঢাবিতে গোলাম মাওলা রনির ওপর হামলা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল যুক্তরাষ্ট্র, একাদশে যারা আজিজ আহমেদের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ হয়নি: ওবায়দুল কাদের অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী ভিকারুননিসায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, অনিয়ম তদন্তের নির্দেশ ৩০ শতাংশের বেশি ভোট পড়ে থাকতে পারে : সিইসি সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যে বার্তা দিচ্ছে শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেল এক নারী ও দুই শিশুর লাশ
এমন ঘটনা যেন আর না ঘটে : মনিরুল ইসলাম

এমন ঘটনা যেন আর না ঘটে : মনিরুল ইসলাম

স্বদেশ ডেক্স: গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা আর যেন না ঘটে সেই আশা ব্যক্ত করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘হলি আর্টিজানের মতো ঘটনা আর যেন না ঘটে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

আজ সোমবার সকাল সোয়া ১০টায় হলি আর্টিজানে জঙ্গি হামলার স্থানে তৈরি বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও নিহতদের আত্মার মাগফেরাত কামনার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ‘আজকের এই দিনে তিন বছর আগে হলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। হামলায় দুই পুলিশ সদস্যসহ ২২ জন নিহত হয়েছিল। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের পরিবার শোক কাটিয়ে উঠুক, সে কামনা করছি।’

জঙ্গিদের সাংগঠনিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, জঙ্গিমুক্ত দেশ গড়ে তোলা হবে। জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত সচেষ্ট থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মনিরুল ইসলাম বলেন, ‘এই হামলার সঙ্গে যারা জড়িত ছিল নব্য জেএমবি, তাদের বেশিরভাগই আমাদের অভিযানে নিহত হয়েছে। আর যারা নিহত হয়নি, তাদের জীবিত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আপনারা জানেন যে তাদের বিচারকাজ চলছে।’

এ সময় সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে জঙ্গিমুক্ত বাংলাদেশে পরিণত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই বর্বর জঙ্গি হামলায় প্রাণ হারান ১৭ বিদেশিসহ ২০ জন। প্রাণ হারান পুলিশের দুই সদস্যও। ওই ঘটনায় আজ তিন বছর পূর্ণ হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877