মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

ট্রাম্পের আরোগ্য কামনায় উপবাস করতে গিয়ে যুবকের মৃত্যু

ট্রাম্পের আরোগ্য কামনায় উপবাস করতে গিয়ে যুবকের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফরে এসেছিলেন তখন খবরের শিরোনাম হয়েছিলেন দেশটির তেলেঙ্গানা রাজ্যের বুসসা কৃষ্ণ রাজু নামের এক যুবক। ট্রাম্পের অন্ধ ভক্ত এ যুবক তার বাড়িতে মার্কিন প্রেসিডেন্টের মূর্তি তৈরি করে রীতিমতো পূজা করতেন! ট্রাম্পের করোনাভাইরাস হওয়ার কারণে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি। তার আরোগ্য কামনায় শুরু করেছিলেন উপবাস। উপবাসকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এ ভারতীয় যুবক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়, রাজুর ঘনিষ্ট বন্ধু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজু গতবছর তার বাড়িতে ট্রাম্পের ছয় ফুট মূর্তি বানিয়েছিলেন। নিয়মিত তার পুজা করতেন। ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার খবরে ভেঙে পড়েছিলেন রাজু। তারপর গত তিন-চার দিন ধরে উপবাস করে ট্রাম্পের আরোগ্য কামনা করছিলেন তিনি। রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।’

গত ফেব্রুয়ারিতে ভারত সফরে আসেন ট্রাম্প। সে সময় ট্রাম্পের মূর্তি বানিয়ে আলোচনায় এসেছিলেন রাজু। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি তখন বলেছিলেন, ‘আমি চাই ভারত ও আমেরিকার সম্পর্ক সব সময় মজবুত থাকুক। প্রতি শুক্রবার আমি ট্রাম্পের দীর্ঘ জীবন কামনা করে উপবাস করি। কোনো কাজ করতে যাওয়ার সময়ে আমার কাছে তার ছবি থাকে। আমি তার কাছে প্রার্থনা জানিয়ে কাজ শুরু করি।’

গত ৮ অক্টোবর ট্রাম্প টুইট করে জানিয়েছিলেন, তিনি ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তের পর তিনি হোয়াইট হাউসে পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন। মেলানিয়া ট্রাম্পের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা বেশি গুরুতর থাকায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তিন দিন হাসপাতালে থেকে ট্রাম্প তার সরকারি বাসভবনে ফিরে আসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877