শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

অনুশীলনে প্রাণবন্ত মাহমুদউল্লাহ

অনুশীলনে প্রাণবন্ত মাহমুদউল্লাহ

স্বদেশ ডেক্স: বার্মিংহামের ঝকঝকে রোদেলা সকালে চমৎকার খবর পৌঁছল। বাংলাদেশের ‘সাইলেন্ট কিলার’খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ ফিট হয়ে উঠেছেন। তিনি গতকাল হায়াত রিজেন্সি হোটেল থেকে অনুশীলনে যান। শুধু তাই নয়, স্ট্রেচিংয়ের পাশাপাশি রিয়াদ ব্যাটিংয়েও সময় দিয়েছেন।

সকাল সকাল অবশ্য বিপাকে পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। তাকে রেখেই টিম বাস অনুশীলন ক্যাম্পে চলে যায়। পরে আইসিসির বিশেষ গাড়িতে প্র্যাকটিস ক্যাম্পে যান তিনি। বাংলাদেশ দল সাউদাম্পটনে আফগানিস্তানের ম্যাচটি জিতে যায়।

এর পর ২৫ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ছুটিতে ছিলেন ক্রিকেটাররা। গতকাল আবার অনুশীলন করেছে ক্রিকেট দল। ২ জুলাই বার্মিংহামের এজবাস্টনে ভারতের সঙ্গে কঠিন ম্যাচ। বাংলাদেশের খেলোয়াড়রা এ কদিন বিশ্রামের ফলে ভালো হয়েছে। কাল বেশ প্রাণবন্ত দেখা গেছে তাদের। ভারতের ম্যাচের আগে মন দিয়ে অনুশীলন করেছেন তারা। ভারতের ম্যাচের আগে রিয়াদের ফিটনেস ফিরে পাওয়াটা জরুরি ছিল।

অবশ্য এত ভালো খবরের মাঝে মন বিষণ্ন করা খবর আছে। প্রধান কোচ স্টিভ রোডসের জন্য ভারতের ম্যাচটি অগ্নিপরীক্ষা। দলের পারফরম্যান্সের ওপর অনেক কিছু নির্ভর করছে। গুঞ্জন চলছে বিশ্বকাপের পর রোডস থাকছেন না। আবার চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্বে আসতে পারেন।

এ ছাড়া শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার সিডন্স আবার ফিরতে পারেন। অবশ্য ভারতের ম্যাচটি জিততে পারলে অনেক গুঞ্জনের অবসান হবে। স্টিভ রোডস খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন। তিনি চাইছেন, খেলোয়াড়রা নিজের মতো থাকবে। পারফরম্যান্স তো কম-বেশি হবে। ভারতের ম্যাচে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। মেহেদী হাসান মিরাজ বাদ পড়তে পারেন। সে ক্ষেত্রে রুবেল হোসেন খেলতে পারেন। অবশ্য ব্যাটিং স্বর্গে প্রতিপক্ষ ভারত।

দলে পরিবর্তন আসতে পারে এটি স্বাভাবিক। কাল বাংলাদেশের পুরো দলই অনুশীলন করেছে। বাংলাদেশ দল ভারতের ম্যাচে জ্বলে ওঠার প্রত্যয়ে রয়েছে। একেবারে ঝকঝকে আকাশের মতো জ্বলে উঠতে চাইবেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877