বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

যদি আর একটি বার মুখে পায়েস তুলে খাওয়াতে!

যদি আর একটি বার মুখে পায়েস তুলে খাওয়াতে!

স্বদেশ ডেস্ক:

‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ। ১৯৮৯ সালের এই দিনে বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে তার জন্ম। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব-কৈশোর কেটেছে বগুড়াতেই।

২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে পা রাখেন অপু। আর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ক্যারিয়ারে এ পর্যন্ত ১০০টিরও বেশি ছবি উপহার দিয়েছেন তিনি।

জন্মদিনের বিশেষ এই দিনে মন ভালো নেই অপুর। কারণ এবারই প্রথম মাকে ছাড়া জন্মদিন উদযাপন করছেন এই চিত্রনায়িকা। আর সে কারণে দিনটি ঘিরে নেই কোনো আয়োজনও।

অপুর ভাষ্য, ‘আজ আমার জন্মদিন। সবাই বলে জন্মদিনে কি উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা। তুমি যদি আর একটি বার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে, তাহলে আমার অনেক বড় গিফট পাওয়া হতো। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে, ভাবতেও পারিনি।’

তিনি আরও বলেন, তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা। আমার এই দিনে তুমি আশীর্বাদ করো, তোমার চাওয়া; “জয়কে ডাক্তার বানানো” আমি যেন পূরণ করতে পারি।’

এদিকে, সংসার ও সন্তান নিয়েই এখন তার যত ব্যস্ততা। তবে সব কিছুর মাঝেও শোবিজে সময় দিচ্ছেন তিনি। সর্বশেষ এই চিত্রনায়িকা অভিনয় করেন শাকিব খানের বিপরীতে ‘রাজনীতি’ ছবিতে। আর বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877