স্বধেশ ডেস্খ:
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে ফক্স নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যথা শিগগির সম্ভব শনিবার তিনি ফ্লোরিডায় নির্বাচনী প্রচার কার্যক্রমে যোগ দেবেন। ট্রাম্প কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠছেন।
সিয়ান হ্যান্নিটির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে শনিবার রাতে একটি নির্বাচনী সমাবেশ করার চেষ্টা করবো। শনিবার রাতে আমি ফ্লোরিডায় ও একটি সমাবেশে যোগ দিতে চাই।’
ট্রাম্প আরো বলেন, রোববার তিনি পেনসিলভানিয়ায় আরেকটি সমাবেশে যোগ দিতে পারেন।
‘আমি সুস্থ অনুভব করছি’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, তার চিকিৎসক তাকে চলতি সপ্তাহের শেষ দিকে নির্বাচনী সমাবেশে পুনরায় যোগ দিতে পাররেন বলে সবুজ সংকেত দিয়েছেন।’