শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

দেশে করোনায় আরো ২০ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৪১

দেশে করোনায় আরো ২০ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৪১

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৪৪১ জন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মোট ৫ হাজার ৪৬০ জনের। আর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন।

প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৬.৯৭ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন।

এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৪১৩ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার প্রতি ১০০টিতে ১১.৪৩ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.৩৭ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ, ৭ জন নারী। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪ হাজার ২১৩ জন আর নারী ১ হাজার ২৪৭ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877