সদেশে ডেক্স: ম্যাচ শুরুর আগে শচীন টেন্ডুলকার বলছিলেন, ‘এ উইকেটে বল শুধু উড়বে। নিশ্চিতভাবেই ৩০০ এর বেশি রান করার মতো উইকেট।’ টেন্ডুলকারের কথাকেই যেন সত্য প্রমাণ করছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে দুই ওপেনিং ব্যাটসম্যান মিলে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন ইংল্যান্ডকে। বহুল আলোচিত গেরুয়া জার্সি পরে খেলতে নামা ভারত কাঁপছে ইংল্যান্ডের সামনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের রান ২১ ওভারে বিনা উইকেটে ১৫৫ রান।
চোট কাটিয়ে জেসন রয় দলে ফিরতেই আজ স্বরূপে ইংল্যান্ডের ওপেনিং জুটি। বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ভারতীয় বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালাচ্ছেন রয়। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ শামিকে জোড়া চার মেরে শুরু করেছেন রয়। তাল মেলাতে দেরি করেননি বেয়ারস্টোও। উইকেটের চারপাশে শট খেলেছেন হাত খুলে। ৭৪ বলে ৮৭ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো। রয়ও পেয়ে গেছেন ফিফটি, খেলছেন ৫২ বলে ৬৩ রানে।
টুর্নামেন্টে যে তিন ম্যাচে হেরেছে ইংল্যান্ড, তিনটিই রান তাড়া করতে গিয়ে। সে কারণেই কি না, আজ টস জিতে ব্যাটিংই নিয়েছেন এউইন মরগান। ভারত অধিনায়ক বিরাট কোহলিও বলেছেন, টসে জিতলে তিনিও ব্যাটিংই নিতেন।
যশপ্রীত বুমরা ছাড়া বেয়ারস্টো-রয়ের আগ্রাসনের শিকার হয়েছেন বাকি সব বোলাররাই। শামি প্রথম স্পেলে বেশ কয়েকবার ভুগিয়েছেন, কিন্তু ভাগ্যও যেন আজ ইংল্যান্ডের পক্ষেই। যে কারণেই কি না, একাদশ ওভারে হার্দিক পান্ডিয়ার বল জেসন রয়ের গ্লাভসে টোকা দিয়ে গেলেও সাড়া দেননি আম্পায়ার আলিম দার। ভারতের সামনে সুযোগ ছিল রিভিউ নেওয়ার, কিন্তু আলোচনা করেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ধোনি-কোহলি। পরে রিপ্লেতে দেখা গেছে, রিভিউ নিলে ২১ রানেই ফিরতেন রয়।
আউটের হাত থেকে বেঁচে গিয়ে ভারতের ক্ষতে নুন দিয়েছেন রয়। পরের দুই বলেই পান্ডিয়াকে দুর্দান্ত দুই শটে মিড অফের ওপর দিয়ে ছয়-চার মেরে যেন কৃতজ্ঞতাই জানালেন ভারতের প্রতি। ১০ ওভারের পরে রীতিমত উড়তে শুরু করেছে ইংলিশরা। ১০ ওভার শেষে রান ছিল ৪৭, পরের ৫ ওভারে দুই ব্যাটসম্যান মিলে তুলেছেন ঠিক ৫০ রান! ১৬ ওভার হওয়ার আগেই দুজনে মিলে তুলে ফেলেছেন ১০০ রান।
ভারত আজ নেমেছে একাদশে একটি বদল নিয়ে। ফর্মে না থাকা বিজয় শংকরের বদলে একাদশে এনেছেন ঋষভ পন্ত। ইংল্যান্ড দলে আছে দুটি বদল। মঈন আলীর বদলে লিয়াম প্লাংকেট আর জেসন রয় খেলছেন জেমস ভিনসের জায়গায়।