বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন

‘বিজেপি করলে মাথা কেটে নেওয়া হবে’

‘বিজেপি করলে মাথা কেটে নেওয়া হবে’

স্বদেশ ডেক্স: ভারতের লোকসভা নির্বাচনে এক মাস পেরিয়ে গেলেও উত্তেজনা কোনোভাবেই কমছে না। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফের নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কিন্তু সেই দল করলেই খুন করা হবে বলে দিনে দুপুরে দেওয়া হচ্ছে হুমকি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের নীলপুরে ছরিয়ে পড়েছে বিজেপি করলে হত্যা করার হুমকি দিয়ে পোস্টার। সাদা কাগজে কালি দিয়ে লেখা পোস্টার সাঁটানো রয়েছে কয়েকটি দেওয়ালে।

তাতে লেখা, ‘বিজেপি করলে মাথা কেটে নেওয়া হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি ওই এলাকায় এক তৃণমূল কর্মীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। তারপর গ্রেপ্তার করা হয়েছে পাঁচ বিজেপি কর্মীকে। এরপরই বাড়ির দেওয়ালে এমন পোস্টার দেখে আতঙ্কিত উত্তম দে। তিনি জানান, তার ছেলে বিজেপি কর্মী। তাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় বিজেপি নেতা শ্যামল রায়ের অভিযোগ, এই কাজের পেছনে শাসকদলের কর্মীদের হাত রয়েছে। যদিও অভিযোগ খারিজ করে প্রাক্তন কাউন্সিলর গৌরীশঙ্কর ভট্টাচার্য বলেন, ‘এটা তৃণমূলের কালচার নয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877