স্বদেশ ডেস্খ:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম জুনিয়া গ্রামের কঁচা নদীর ভাঙনের কবলে পড়ে ফয়সাল-২ নামের সিমেন্ট বোঝাই একটি কার্গো জাহাজ নোঙ্গর করা অবস্থায় ডুবে গিয়ে এর মালিক মো: কাইউম মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাইউম মোড়েলগঞ্জ উপজেলার শহীদ মাঝির ছেলে।
থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্টিল বডি কার্গো জাহাজটি মোংলা বন্দর থেকে বসুন্ধরা গ্রুপের এক হাজার ৯ শ’ বস্তা সিমেন্ট নিয়ে বরিশালে যাচ্ছিল। সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার পশ্চিম জুনিয়া এলাকায় পৌঁছে, তারা সেখানে জাহাজটি নোঙ্গর করে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন।
রাত ৮টার দিকে সেখানে নদী ভাঙন শুরু হয় ১৫ শতক জমি খরস্রোতা কঁচা নদীতে ভেঙে পড়ে। এ সময় জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা দু’জন আব্দুল মান্নান এবং ফয়সাল পাড়ে উঠতে পারলেও জাহাজ মালিক কাইউম নিখোঁজ হন।
শুক্রবার সকালে নিখোঁজের প্রায় ১৩ ঘণ্টা পরে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদল জাহাজ মালিক মো: কাইউমের লাশ উদ্ধার করে।