বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে যৌথ বিনিয়োগে চীনা প্রতিষ্ঠানের চুক্তি

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে যৌথ বিনিয়োগে চীনা প্রতিষ্ঠানের চুক্তি

স্বদেশ ডেস্ক: বাংলাদেশের বৃহত্তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোনে যৌথভাবে ফুটওয়ার শিল্পের এক্সেসরিজ তৈরির কারখানা গড়বে চীনা অ্যাসফর্ম গ্রুপ। এজন্য পাঁচ একর জমি নিতে চায় প্রতিষ্ঠানটি। বাংলাদেশি কোম্পানি ইউনিসফট গ্রুপের সঙ্গে যৌথভাবে এ কারখানা করবে অ্যাসফর্ম।

আজ শনিবার সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার বাংলাদেশ চামড়া ও ফুটওয়্যার এক্সপোতে এই চুক্তি হয়।

সিরাজগঞ্জ অর্থনৈতিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন, ইউনিসফট গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান মাহমুদা আকতার শাম্মি ও অ্যাসফর্ম গ্রুপ চীনের পরিচালক উইচি চাং নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ ইকোনমিক জোনের উপদেষ্টা মো. শহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুর রশীদ মৃধা (অব.) প্রমুখ।

অনুষ্ঠানে শেখ মনোয়ার হোসেন বলেন, ‘উত্তরবঙ্গে প্রবেশদ্বার সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে এক হাজার ৩৬ একর জমিতে এ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এখানে বিনিয়োগ হবে ১৫০ কোটি ডলার বা ১২ হাজার ৭০০ কোটি টাকা। অঞ্চলের উন্নয়ণ কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান জমি নিয়ে বিনিয়োগের আগ্রহ করেছে। এখানে প্রতিষ্ঠিত শিল্প কারখানায় প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877