বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুপারম্যান পুরানের ‘উড়ান’ নিয়ে যত আলোচনা

সুপারম্যান পুরানের ‘উড়ান’ নিয়ে যত আলোচনা

স্পোর্টস ডেস্ক:

রাজস্থান রয়্যালসের ইংলিশ পেসার জোফরা আর্চার টুইট করেছেন, ‘পুরানের উড়ান যেন নিরাপদ হয়।’ কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরানের সুপারম্যানসুলভ ফিল্ডিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন যত আলোচনা। গতকাল রোববার রাতে রাজস্থানের বিপক্ষে এই দুর্দান্ত ফিল্ডিং করে ছয় বাঁচিয়ে দেন।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২২৪ রানের টার্গেটে ব্যাট করছিল রাজস্থান রয়্যালস। ম্যাচের ৮তম ওভারের অশ্বিনের করা তৃতীয় বলে লং অনে উড়িয়ে মারেন সঞ্জু স্যামসন। বাউন্ডারি লাইনে একটু পেছনে গিয়ে শুন্যে গা ভাসিয়ে বল ধরে মাটিতে পড়ার আগে মাঠের দিকে ছুঁড়ে মারেন। উড়ে গিয়ে এমন ফিল্ডিংয়ে হতবাক বনে যান সবাই।

শচীন টেন্ডুলকার জানান, তার জীবনে দেখা এটাই সেরা ফিল্ডিং। এক টুইটে তিনি লেখেন, ‘আমার জীবনে দেখা এটাই সেরা ফিল্ডিং। একেবারে অবিশ্বাস্য।’

জোফরা আর্চারের টুইট

ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান শেওয়াগ তো বিজ্ঞান টেনে এনে বলেন, ‘মধ্যাকর্ষণ শক্তি বলে যে কিছু আছে তা ভুলিয়ে দিয়েছে পুরান।’

পাঞ্জাবের ফিল্ডিং কোচ বিশ্বের সবচেয়ে সেরা ফিল্ডার জন্টি রোডসও অবাক শিষ্যের এমন ফিল্ডিংয়ে। কেভিন পিটারসেন টুইটে লেখেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই আমার দেখা সেরা ফিল্ডিং।’

পুরানের ভাগ্য খারাপ এমন ফিল্ডিংয়ের পরও তাকে হারতে হয়েছে। ব্যাট হাতেও পুরান ছিলেন মারমুখি, মাত্র ৮ বলে করেন ২৫ রান। ২২৩ রানের টার্গেটকে মামুলি বানিয়ে তিন বল হাতে রেখে চার উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব। আইপিএলের ইতিহাসে এত রান তাড়া করে আগে কেউ জেতেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877