রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের বিচারপতির নাম ঘোষণা করলেন ট্রাম্প

সুপ্রিম কোর্টের বিচারপতির নাম ঘোষণা করলেন ট্রাম্প

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোটের বিচারপতি পদে নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে অ্যামি কোনি বেরেটের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার হোয়াইট হাউসের রোড গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এর ফলে দেশটির প্রয়াত বিচারপতি ও নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ রুথ বেডার জিন্সবার্গের স্থালাভিষিক্ত হতে চলেছেন বেরেট।

অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আজ দেশের অন্যতম উজ্জ্বল এবং প্রতিভাশালী আইন বিশারদকে সুপ্রিম কোর্টে মনোনীত করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। তিনি অতুলনীয় কৃতিত্বের, দুর্দান্ত বুদ্ধিমত্তা, শুদ্ধ বিশ্বাসযোগ্যতা এবং (মার্কিন) সংবিধানের প্রতি নিরপেক্ষ আনুগত্য থাকা একজন নারী- বিচারক অ্যামি কোনি বেরেট।’

আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিচারপতি পদে নাম ঘোষণার সময় স্বামী ও সাত সন্তানসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৮ বছর বয়সী অ্যামি কোনি বেরেট। এর আগে, ২০১৭ সালে তাকে ফেডারেল আপিল বেঞ্চে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

শনিবারের অনুষ্ঠানে বেরেটের নাম ঘোষণার পাশাপাশি সুপ্রিম কোর্টে তার নিয়োগ বিষয়ে সিনেটের শুনানিতে অবিচল থাকায় রিপাবলিকান সিনেটরদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

সিনেটের রিপাবলিকান নেতৃত্ব আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিশ্চিতের ঘোষণা দিয়েছে। তবে ডেমোক্র্যাটদের দাবি, নির্বাচনের পর বিজয়ীদেরই বিচারপতি নিয়োগ দেওয়া উচিত।

বর্তমানে মার্কিন সিনেটে ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। এদের মধ্যে মাত্র দুই রিপাবলিকান সিনেটর নির্বাচনের আগে বিচারপতি নিয়োগের বিরুদ্ধে মত দিয়েছেন। ফলে অ্যামি কোনি বেরেটের নিয়োগ নিশ্চিত করতে ক্ষমতাসীনদের সামনে খুব একটা বাধা থাকার কথা নয়। তার নিয়োগের পর সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতির মধ্যে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা ৬-৩ ব্যবধানে পৌঁছাবে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সিনেট জুডিশিয়ারি কমিটিতে বেরেটের নিয়োগ সংক্রান্ত শুনানি শুরু হতে পারে আগামী ১২ অক্টোবর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877