রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

যে শিশুকে দত্তক নিতে চান বিশ্বের শত শত পরিবার!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০১৯

স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে উদ্ধারকৃত একটি শিশুকে দত্তক নিতে উদগ্রীব হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের শত শত পরিবার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল শনিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ জুন জর্জিয়ায় স্থানীয় লোকজন তাদের বাড়ি থেকে ওই বাচ্চাটির কান্না শুনতে পেয়ে পুলিশকে ফোন করেন। পরে পুলিশ এসে বাচ্চাটিকে হলুদ রঙের একটি বড় প্লাস্টিকের ব্যাগের ভেতরে জড়ানো দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। বাচ্চাটিকে যখন উদ্ধার করা হয় তখন তার বয়স ছিল মাত্র কয়েক ঘণ্টা।

পুলিশ ওই ব্যাগটি ছিঁড়ে তাকে বের করে আনার একটি ভিডিও প্রকাশ করেছে। এর পরই বিভিন্ন দেশ থেকে শত শত পরিবার তাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করে।

জর্জিয়ার পরিবার ও শিশু সার্ভিসের একজন কর্মকর্তা টম রলিংস জানিয়েছেন, কর্মকর্তারা এই বাচ্চাটিকে ‘অলৌকিক শিশু’ বলে বর্ণনা করছেন। আপাতত তার নাম রাখা হয়েছে ‘ইন্ডিয়া’।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ