স্বদেশ ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমিত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে প্রতি ঘণ্টায় গড়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা আপডেটের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। দেশের এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯৩৯ জনে। ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৯১টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫৪৪ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৭৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
এ দিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন পাঁচ হাজারের বেশি মানুষ। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে প্রায় তিন লাখ মানুষের শরীরে।