রবিবার, ০৫ মে ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের মসজিদে এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের মসজিদে এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই নগরের আরেকটি মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন নামের এক স্যানিটারি মিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে নগরের ২ নম্বর বাবুরাইল এলাকায় বায়তুল ফালাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন সোলাইমান হোসেন (৩৫) আহত হন।

নিহত মনির মুন্সিগঞ্জ জেলার আব্দুল মাজিদের ছেলে। তিনি ঘটনাস্থলের পাশের একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া নিয়ে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘বাইতুল ফালাহ জামে মসজিদে অজুখানার পানির লাইনে সমস্যা হওয়ায় পানি আসছিল না। মুয়াজ্জিনের কাছ থেকে খবর পেয়ে মনির মসজিদের পানির লাইন মেরামত করতে আসেন। মিস্ত্রি মনির মসজিদের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকির ওপর দাঁড়িয়ে একটি রড দিয়ে পাইপ পরিষ্কার করছিলেন। ওই সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন মসজিদের মুয়াজ্জিন সোলাইমান। কাজ করার সময় রডের বিপরীত দিকটি মসজিদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রি মনির নিচে পড়ে যান।’

তিনি বলেন, ‘পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মুয়াজ্জিনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া  হয়েছে।’

উল্লেখ্য, এর আগে গত ৪ সেপ্টেম্বর নগরের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় মসজিদের ভেতরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নামাজরত ৩৬ জনসহ মোট ৩৮ জন অগ্নিদগ্ধ হন। তাদের ৩১ জন ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সাজারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় গঠিত ৫টি তদন্ত কমিটি ৩টি তাদের প্রতিবেদন দাখিল করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877