স্বদেশ ডেস্ক:
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই নগরের আরেকটি মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন নামের এক স্যানিটারি মিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে নগরের ২ নম্বর বাবুরাইল এলাকায় বায়তুল ফালাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন সোলাইমান হোসেন (৩৫) আহত হন।
নিহত মনির মুন্সিগঞ্জ জেলার আব্দুল মাজিদের ছেলে। তিনি ঘটনাস্থলের পাশের একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া নিয়ে বসবাস করতেন।
তিনি বলেন, ‘পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মুয়াজ্জিনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, এর আগে গত ৪ সেপ্টেম্বর নগরের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় মসজিদের ভেতরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নামাজরত ৩৬ জনসহ মোট ৩৮ জন অগ্নিদগ্ধ হন। তাদের ৩১ জন ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সাজারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় গঠিত ৫টি তদন্ত কমিটি ৩টি তাদের প্রতিবেদন দাখিল করেছে।