শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্তনে ব্যথা হওয়ার কারণ

স্তনে ব্যথা হওয়ার কারণ

‍স্বদেশ ডেস্ক:

স্তনে ব্যথা হলেই আমরা অনেকে ধরে নিই, স্তনে বুঝি ক্যানসার হয়েছে। কিন্তু এমন ভাবনা মোটেও ঠিক নয়। কারণ বিভিন্ন কারণে স্তনে ব্যথা হতে পারে। পিরিয়ডের সময় স্তনে ব্যথা হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। এ ব্যথা শুধু দেহে হরমোন পরিবর্তনের কারণে হয়ে থাকে। তবু অনেক নারীই স্তনে ব্যথা হওয়ার কারণে চিন্তিত থাকেন।

ব্যথার কারণ : স্তনের ভেতরে থাকে এক ধরনের সিস্ট, যার ভেতরে তরল জাতীয় পদার্থ থাকে। এর নাম ব্রিজ সিস্ট। স্তনের গ্রন্থি যখন বাড়ে, তখন এ সিস্ট দেখা দিতে পারে। এর কারণে স্তনে ব্যথা হয়ে থাকে। যদি সিস্টের আকার দিন দিন বাড়তেই থাকে এবং নিজে বুকে হাত দিয়ে অনুভব করতে পারেন, তা হলে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

অনেক সময় স্তনে প্রদাহজনিত সমস্যার কারণে ব্যথা হয়ে থাকে। এটি হয়ে থাকে ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাসের আক্রমণে। নিরাময়ের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। গর্ভধারণের সময়ও স্তনে ব্যথা অনুভূত হতে পারে। কারণ তখন স্তনের আকার বৃদ্ধি পায়। অনেক সময় স্তনের ওপর দিয়ে নীল শিরা দেখা যায়। এর কারণ দেহে তখন বেশি পরিমাণে রক্তপ্রবাহ হতে থাকে ও হরমোনের পরিবর্তন ঘটে।

বুকে ব্যথা হওয়ার মারাত্মক কারণটি হলো স্তন ক্যানসার। কোনো কোনো নারী মা হওয়ার পর সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময়ও স্তনে ব্যথা অনুভব করেন। তবে ব্যথার কারণ যা-ই হোক, চিকিৎসকের সঙ্গে এ নিয়ে পরামর্শ করতে পারেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877