বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

দুদিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে : বরগুনার এসপি

দুদিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে : বরগুনার এসপি

স্বদেশ ডেস্ক: আলোচিত রিফাত হত্যা মামলার আসামিদের দুদিনের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসপি বলেন, ‘আমরা বসে নেই। জালের ফাঁস ছোট হয়ে আসছে, আইনের ফাঁক গলে কেউ বাঁচতে পারবে না।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আসামিদের পালানোর সকল পথ বন্ধ করে দেওয়া হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের আওতায় আনতে আরও দুদিন সময় লাগতে পারে। আমি আবারও বলছি আপনাদের সকলের সহযোগিতা আমার প্রয়োজন।’

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনার সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আমরা তাদের কাছ থেকে তথ্য নিয়ে অভিযান পরিচালনা করছি।’

অভিযুক্তদের অভিভাবকদের জিজ্ঞাসাবাদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা তাদের কাছ থেকে সম্ভাব্য স্থান ও তাদের বন্ধু বান্ধবদের খোঁজ-খবর নিচ্ছি। আশা করি অল্প সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করতে পারব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877