স্বদেশ ডেস্খ: দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তিনি তরল খাবার খাচ্ছেন ও জ্ঞানের মাত্রা সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে।
গুরুতর আহত ওয়াহিদা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন বলেন, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আগামী ১৯শে সেপ্টেম্বর ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তিনি জানান, ইউএনও ওয়াহিদা তরল খাবার খাচ্ছেন। তার জ্ঞানের মাত্রা সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে।
প্রসঙ্গত, গত ২রা সেপ্টেম্বর দিবাগত রাতে বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা।