রামজি বারুদের আশা তাই শিগগিরই পূরণ হওয়ার নয়। ফিলিস্তিনিরা নিজেরাও বিভক্ত, আরবদের পক্ষে টানার মতো কিছুই নেই তাদের হাতে। ফলে প্রতিবেশী ও পরাশক্তি উভয়ের কাছেই জাতিগতভাবে তারা এখন ‘খরচযোগ্য’, তারা এখন বাতিল সামগ্রী। তাদের এ পরিণতির সঙ্গে তুলনীয় মিয়ানমারের রোহিঙ্গা, ভারতের কাশ্মীর, চীনের উইঘুরের মুসলমানদের ভাগ্য। এই জাতিগোষ্ঠী নিজেরা দুর্বল, তাদের মিত্ররাও দুর্বল। ফলে ট্র্যাজেডিই তাদের করুণ ও মর্মান্তিক সম্বল।