বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুন, ২০১৯

স্বদেশ ডেস্ক: সিরাজগঞ্জের পৌর এলাকা প্রেম প্রত্যাখান করায় প্রেমিকার বাড়িতে মাহমুদ হাসান মানা (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন । পৌর এলাকার একডালা ধোপাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ২৮ জুন সকালে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য প্রেমিকা ও তার বাবা-চাচাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত মাহমুদ হাসান মানা ধোপাপাড়া মহল্লার ছবেদ আলী ভুট্টুর ছেলে। পুলিশ জানায়, পৌর এলাকার একডালা ধোপাপাড়া মহল্লার কলেজ পড়ুয়া শাওন ইসলাম ইভার (১৯) সাথে প্রতিবেশী মাহমুদ হাসান মানার প্রেমের সম্পর্ক ছিল। মানা এবছর এসএসসি পরীক্ষায় ফেল করায় সম্প্রতি দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। মেয়েটি কদিন আগে তাদের প্রেমের বিষয়টি প্রত্যাখান করে। এ ঘটনায় প্রেমিক মাহমুদ হাসান মানা কোমরের বেল্ট খুলে গলায় পেচিয়ে ইভার ঘরের জানালার সাথে আত্মহত্যা করে। পরে মহল্লাবাসী পুলিশেকে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ