স্বদেশ ডেস্ক:
ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. এ রশিদ সরকার আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা ওয়াসা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. এম. এ রশিদ সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ বাদ আছর বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
গত বছরের ২৩ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ড. এম. এ রশিদ সরকারকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। ড. এম. এ রশিদ সরকার ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রপ্রকৌশল বিভাগে কর্মরত ছিলেন। ঢাকা ওয়াসার পাশাপাশি তিনি এমআইএসটি’তে নিউক্লিয়ার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন।