স্বদেশ ডেস্খ:
নাটোরের লালপুর উপজেলায় আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বড় ভাই দুলালকে (৫০) আটক করেছে।
লালপুর থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মৃত আহম্মেদ আলীর বড় ছেলে দুলাল ও মেজ ছেলে রাজ্জাকের মধ্যে ঝগড়া হয়। সেই ঘটনার জের ধরে বেলা ১১টার দিকে কাশিমপুর বাজার এলাকায় মেজ ভাই রাজ্জাকের পক্ষে কথা বলায় ছোট ভাই নিজামের ওপর বড় ভাই দুলাল চড়াও হয়। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই দুলাল ইট দিয়ে ছোট ভাই নিজামকে (৪০) মাথার বাম পাশে আঘাত করে। ইটের আঘাতে নিজাম মাটিতে ঢলে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিজাম মারা যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে বড় ভাই দুলালের ইটের আঘাতে ছোট ভাই নিজামের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছে বড় ভাই দুলালকে আটক করা হয়েছে।’