বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে সুরমা তীরবর্তী অঞ্চল প্লাবিত….!

সুনামগঞ্জে সুরমা তীরবর্তী অঞ্চল প্লাবিত….!

স্বদেশ ডেস্ক: টানা বর্ষণ এবং সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পৌরসভার নিম্নাঞ্চলের তেঘরিয়া, সাববাড়ির ঘাট, বড়পাড়া, মল্লিকপুর,ওয়েজখালী, নবীনগর, ষোলঘরসহ বেশ কিছু নদী তীরবর্তী অঞ্চলের আবাসিক এলাকা প্লাবিত হয়েছে। শহরের জামতলা, আরপিননগর, পশ্চিমবাজার, পশ্চিম নুতনপাড়া, শন্তিবাগসহ বেশ কিছু আবাসিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রেেকৗশলী আবু বকর সিদ্দীক ভুইয়া জানান, সুরমা নদীর পানি বিপদ সীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪১৫ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রতি ঘণ্টায় সুরমা নদীর পানি গড়ে ৮ সেন্টিমিটার করে বাড়ছে। নদীতে পানি বৃদ্ধিও কারণে হাওর এলাকার নদ-নদীগুলোতেও পানি অস্বভাবিকভাবে বাড়ছে। এছাড়া তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার হাটবাজারগুলো পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877