স্বদেশ ডেস্ক:
ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে ফের আগুন লেগেছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল হোসেন।
তিনি জানান, আজ বড় ধরনের আগুন লাগেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত আছেন।
এর আগে, গত মঙ্গলবার দুপুরে কেওয়াটখালী পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় পুরো বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।