রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মৃত্যুর মিছিলে আরও ৩৬ জন

মৃত্যুর মিছিলে আরও ৩৬ জন

স্বদেশ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৮৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৮ জন, বরিশালে ২ জন, সিলেট ১ জন এবং রংপুরে ১। এর মধ্যে পুরুষ ১৯ জন, নারী ১৭ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি নমুনা।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন।

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত শনাক্তের হার ১২.৬৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯.১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৮ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877