স্বদেশ ডেস্ক:
ভারতে গত ২৪ ঘন্টায় এবার রেকর্ড ৯০ হাজার ৬৩২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে দেশটিতে এ সংখ্যা ৪১ লাখ ছাড়িয়ে গেছে। রোববার সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশটিতে আরও ১ হাজার ৬৫ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা পৌঁছেছে ৭০ হাজার ৬২৬ জনে।
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে এখন পর্যন্ত কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩১ লাখের বেশি মানুষ এবং বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ৮ লাখের বেশি মানুষ। গত এক সপ্তাহ ধরে দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৮০ হাজার করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৮ লাখ ৭৯ হাজার ৩০৭ জনে।
জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ১৪৬ জন। সূত্র : এনডিটিভি